বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবসায়ীকে অর্থদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলের মির্জাপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার তদারকি ও পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা ও বাজার মনিটরিং করেছে বিশেষ কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শেষে দুপুরে যৌথভাবে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার, সেনাবাহিনীর কর্মকর্তা ও বিশেষ কমিটির সদস্যরা।

বাজার মনিটরিংয়ের সময় চলাচলের সড়ক দখল করে ফল ব্যবসার দায়ে আব্দুল মান্নানকে২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।

এছাড়া মুদি দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা টাঙানো, যেকোন পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারিও করা হয়। সেসময় ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি রয়েছে বলে জানান।