বরিশাল সিটি কর্পোরেশনের হয়রানির বিরুদ্ধে নাগরিকদের সমাবেশ

বরিশাল ব্যুরো।।

বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে বরিশাল নাগরিক অধিকার আন্দোলন একটি অবস্থান কর্মসূচি এবং সমাবেশের আয়োজন করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার (টাউন হল) এর সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান তুলে ধরেন। তারা স্লোগান দেন, প্ল্যান অনুমোদক নিয়ে টালবাহানা, মানিনা মানবোনা, সিটি কর্পোরেশনের স্বেচ্ছাচারিতা, বন্ধ করো করতে হবে এবং যতদিন না সুষ্ঠু প্ল্যান অনুমোদন, ততদিন শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, সিটি কর্পোরেশনের স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক দিক থেকে যে অব্যবস্থা চলছে তা দ্রুত সমাধান করতে হবে। নগরবাসী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষত, যে প্ল্যানগুলো সরকারের অনুমোদনের জন্য জমা দেওয়া হচ্ছে, সেগুলোর সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না এবং বিভিন্ন অযৌক্তিক কারণে অনুমোদন আটকে রাখা হচ্ছে, যা নাগরিকদের জন্য মারাত্মক বিপদজনক।

ডা. মনীষা চক্রবর্তী আরও বলেন,সিটি কর্পোরেশনের এই অস্বাভাবিক দেরি ও দুর্ব্যবহারের কারণে নগরবাসীর জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের আন্দোলন তীব্র হবে, যদি আমাদের অধিকার না দেওয়া হয়।

তিনি বলেন,বরিশালের নাগরিকরা নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে তাদের অধিকার দাবি করছে, কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উদাসীনতা এবং দুর্বল প্রশাসনিক ব্যবস্থা সমস্যাকে আরও জটিল করে তুলছে। আমরা এই অব্যবস্থার প্রতিবাদ করছি এবং প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে।

এরপর, সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তারা জানান, বরিশালে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দায়িত্বহীনতা শহরের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারী সবার দাবী ছিল সিটি কর্পোরেশনের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের প্রতি দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা। তারা আগামী দিনে আরো বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।