দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে নির্বাচন দিলে আর হবেনা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

লালমনিরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে লালমনিরহাটের জনসভায় বলেছেন, মূল লক্ষ হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে নির্বাচন দিলে আর হবেনা। আমরা লড়াই করতে চাই লড়াই করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের আগামী দিনের কান্ডারী দেশনায়ক তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক সরকারের জন্য মানুষকে সংগঠিত করে যাচ্ছে।  আমরা নির্বাচন দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই যারা আমাদের কথা সংসদে বলবে পার্লামেন্টে বলবে।
তিনি সোমবার দুপুরে তিস্তা  মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার তিস্তা বাঁচাও অবস্থান কর্মসূচীর জনতার সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা আপনি নিরপেক্ষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নিরপেক্ষ থাকলে হবে না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আপনার পদক্ষেপ নিতে হবে। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই আমাদের ন্যায্য হিসাব আমরা বুঝে নিতে চাই।