ফলের শুল্ককর প্রত্যাহারের দাবিতে ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স ‘র সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
তাজা ফল আমদানির উপর রাজস্ব বোর্ডের আরোপিত উচ্চ শুল্ক হার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স এসোসিয়েশন। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার বাদামতলী ফলপট্টির একটি মার্কেটের নিচতলায় সংবাদ সম্মেলন করেন সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস ও সদস্য নাজিমউদ্দীন।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, উচ্চ শুল্ক হারের কারনে গত কয়েক বছর যাবত তাজা ফল আমদানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তাজা ফল আমদানি করলে ৬ ধরনের শুল্ক দিতে হয়। শুল্ক হার এতো বেশি যে ৮৬ টাকায় কোন ফল কিনলে সবমিলিয়ে সেটার শুল্ক কর হয় ১২০ টাকা। কিছুটা লাভ আমদানিকারক করে। এরপর সেটা খুচরা পর্যায়ে বিক্রি করতে গেলে দাম আরো বেড়ে যায়।
জানা যায়, তাজা ফলের উচ্চ শুল্ক হারের বিষয়ে ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সংস্থাটির চেয়ারম্যান (সচিব) এর সভাপতিত্ব করেন।